Sunday, December 29, 2019

Friday Calligraphy Class by Mohammad Abdur Rahim


জুমাবারের ক্যালিগ্রাফি ক্লাস


বাংলাদেশে ক্যালিগ্রাফির উন্নয়ন প্রসার ও জনগণের মাঝে জনপ্রিয় শিল্প হিসেবে প্রতিষ্ঠা করতে বাংলাদেশ ক্যালিগ্রাফি ফাউন্ডেশনের একটি একাডেমিক উদ্যোগ হচ্ছে- জুমাবারের ক্যালিগ্রাফি ক্লাস। এতে ৩০টি লেসন ৩০টি ক্লাসে ছাত্রদের দেয়া হয়। বাংলাদেশের বিখ্যাত উস্তাদ শহীদুল্লাহ ফজলুল বারী রহ. কর্তৃক অনুমোদিত এবং তার ছাত্র মোহাম্মদ আবদুর রহীম প্রায় দুই দশক ধরে এ ক্লাস পরিচালনার মাধ্যমে বাংলাদেশের শত শত শিল্পী ও ক্যালিগ্রাফারদের মাঝে সাড়া জাগিয়েছে। এক্লাসের মাধ্যমে ক্যালিগ্রাফি শিখে বহু ছাত্র দেশে বিদেশে খ্যাতি অর্জ
ন করেছে।

বিভিন্ন সময়ে এ ক্লাসের কার্যক্রমের কিছু চিত্র তুলে ধরা হলো :


2006 

2006


































Saturday, December 28, 2019

My new work of Robiul Akhir 1441 h


নতুন কাজ

এক্রিলিকে কাজ করার মজা আলাদা। টেনশন ফ্রি মাধ্যম এটা। ওয়াটার কালারে অনেক মশক করতে হয়। প্রতিদিন রেওয়াজ করার মত বিষয় সেটা, না হলে হাতে জড়তা আসে। এজন্য এক্রিলিকের কাজ সহজ। আর এক্রিলিকে ওয়াস স্টাইল ও ওয়েলের ম্যাট বা ওয়েলি ভাব দুটোই রাখা যায় ।

এখানে সিস্টার কালারের কম্বিনেশনে মুয়াল্লা রহীমী স্টাইলে ক্যালিগ্রাফি করা হয়েছে। 




এক্রিলিকে কাজ করার কয়েকটি পর্যায় আছে। আমরা নতুন শিক্ষার্থীদের জন্য তা দিলাম।



আরেকটি কাজ






Wednesday, December 25, 2019

Hidden Technique of cutting calligraphy pen

কলম কাটার রহস্য










পৃথিবীর বিখ্যাত ক্যালিগ্রাফারগণের অসাধারণ ক্যালিগ্রাফি শিল্পকর্ম এবং মনমুগ্ধকর লেখনির রহস্য লুকিয়ে আছে তাদের কলম কাটার ভিন্নতা ও ধরণের ওপর।

কারো লেখায় হরফগুলো বলিষ্ঠ এবং পুষ্ট হয়। কারো লেখায় হরফগুলো বেশি নমনীয় কমনীয় ও ঢেউয়ের মত ছন্দময় দেখা যায়। ক্যালিগ্রাফারদের কলমগুলো তাই দেখতে বিভিন্ন রকম হয়। বিশেষকরে কলমের নিব ও কত্ ভিন্ন রকম হয়। কলমের মাথা কাটা এবং ছাটা আর সবশেষে ঘষে তা মসৃণ করার দক্ষতার ওপর লেখার মান শৈল্পিক ও নিপুন হয়। এছাড়া হাতের গঠনের সাথে কলমের নিবের কতের ডিগ্রি নির্ভর করে।
কত্ কি? কত্ হল কলম কেটে শেষ ধাপে “এক কোপে মাথা কাটাকে কত্ বলে” এই কাটাটা কত ডিগ্রি কোণ বরাবর হবে বা ডানহাতী নাকি বামহাতী সেটা অনুযায়ী কাটা হবে। কাটার পর কালিতে চুবিয়ে বর্গাকার নোকতা দিয়ে দেখতে হয়, কাটাটা সঠিক হল কি না, চারকোনা এই বর্গাকার নোকতাকেও কত্ বলে। যেমন আমরা সুলুস শৈলিতে আলিফের হাজম মানসুব (আকার ও আকৃতি) নিজাম আল-নুকাতে( নোকতা পদ্ধতি) কেমন হবে সেটা ব্যাখ্যা করতে গিয়ে বলি- রস বা মাথা পাশাপাশি এক কত্ এবং এরতেফা(উপর-নিচ) দুই কত্ হবে আর জিসম বা দেহ এরতেফাহ হবে পাঁচ থেকে সাত কত্ ।
কলম কাটার ব্যাপারে প্রথম যে বিষয়টি খেয়াল রাখতে হয়, সেটা হল কাটার সময় কলমের মাথা তার শিড়দাড়া বরাবর সোজা থাকে। সুতরাং মাথার ভেতর অংশ ও দুপাশ সমান ভাবে ছাটাই করতে হয়। অনেকেই বলেন, তার কলমটি ব্যবহারে মোটেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। হযরত আলী রা. বলেছেন, কলমের জিলফা( ঘাড় থেকে ঠোট পর্যন্ত) লম্বা করো, তাহলে তোমার লেখা সুন্দর হবে। কলমের কত্ কত ডিগ্রি বরাবর হবে? বিখ্যাত ক্যালিগ্রাফার বাদাবি আল-দিরানি বলেন, কত্ ৪৫ ডিগ্রি বরাবর হওয়া ভাল। তবে হাতের কবজি ও আঙ্গুলের গঠনের ওপর কৌণিক অবস্থান হেরফের হয়। এছাড়া শৈলি ভেদে কলমের কতের ডিগ্রি বদলে যায়। বাণিজ্যিকভাবে উৎপণ্য কাঠ বা মেটাল কলমগুলো ফ্লাট বা ৪৫ ডিগ্রি বরাবর হয়ে থাকে। সুতরাং বাজার থেকে কেনা কলম দিয়ে মনমত লেখা পাওয়া কঠিন। এজন্য ক্যালিগ্রাফারগণ নিজেরাই কলম বানিয়ে লিখে থাকেন।



ইবনে বাওয়াবকে কলম কাটার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি হেসে বলেন, আমি এটা সবসময় লুকিয়ে কেটে থাকি, আমি চাই না কেউ আমার কলম কাটার টেকনিক দেখে ফেলুক। তবে ইয়াকুত আল মুস্তাসিমী কলমকে তির্যক করে কাটার প্রচলন করেন এবং ক্যালিগ্রাফিতে বিপ্লব সাধিত হয়।
কলমের কত্ দুই রকম। এক. কত্তাহ মুহাররফাহ দুই. কত্তাহ মুসতাবিয়াহ।

কলমের দাত যখন ডান দিকে রাখা হবে বা বাম দিকে রাখা হবে কিংবা সেটা হেলে থাকে তাকে মুহাররফাহ বলে, অর্থাৎ হরফের চাহিদা অনুযায়ী কলমের কৌণিক ধরণ হেরফের হওয়া।
আর ফ্লাট মাথার নিব কাটাকে কত্তাহ মুসতাবিয়াহ বলে।
আমার মতে, কলম কাটা কেমন তা দর্শকের কোন প্রয়োজন নেই। দর্শক ক্যালিগ্রাফি সুন্দর চায়। সুতরাং ক্যালিগ্রাফার হতে চাইলে আপনাকে কলম কাটায় দক্ষ হতে হবে আর প্রত্যেক ক্যালিগ্রাফারের কলম কাটায় নিজস্ব কিছু রহস্য আছে।
ইবনে মুকলা বলেন, একটি ভাল কলম হচ্ছে, যার দৈর্ঘ্য ১৫ থেকে ১২ আঙ্গুল বরাবর হবে। আর কলমটি শক্ত পোক্ত হতে হবে। কলমটি তেড়া বাকা হওয়া উচিত নয়। কলমে অবশ্যই গিট কম হবে। বেশি গোস্তওলা দেহ হবে কিন্তু মাথাটা ভঙ্গুর হবে না। পাহাড় আর মরুভূমি মাঝ এলাকার নাবাত বা নলখাগড়ার কলম ভাল।
শেষ কথা হল, আপনাকে কলম কাটার বিষয়ে যথাযথ ইলিম অর্জন করতে হলে অবশ্যই একজন সনদধারী ক্যালিগ্রাফারের কাছে যেতে হবে।


Monthly Calligraphy Competition Award-1

1st Monthly Calligraphy Competition Award Winner

Mahmud Rabbani
Dhaka

Rabiul Akhir 1441 Hijra
December 25, 2019

He get 500/- BDT








Participants of the Competition :

Hadiujjaman Tanjil



Monday, December 23, 2019

Monthly Calligraphy Competition -2




বাংলাদেশ ক্যালিগ্রাফি ফাউন্ডেশন ক্যালিগ্রাফিতে বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
এর বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে- প্রতি হিজরী মাসে একটি প্রতিয়োগিতার আয়োজন করছে।
রবিউস সানি মাসের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এখন জুমাদাল উলা ১৪৪১ হিজরি মাসের প্রতিযোগিতা ঘোষণা করা হচ্ছে-


ক্যালিগ্রাফি প্রতিযোগিতা:
ক্যালিগ্রাফি কলম দিয়ে ক্যালিগ্রাফি করেন, তাদের জন্য সুখবর !!
বাংলাদেশ ক্যালিগ্রাফি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিমাসে ক্যালিগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। একটি পুরস্কার দেয়া হবে।
জুমাদাল উলা ১৪৪১ মাসের ২য় প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতে নিন ৫০০/- (পাঁচশত টাকা)
নিয়মাবলী :
১. ক্যালিগ্রাফি কলম দিয়ে ১৫-২০ ইঞ্চি কাগজে যে কোন কালি দিয়ে লিখতে হবে।
২. শৈলী- সুলুস জালী, আয়াত- ছবিতে দেয়া আছে


৩. গোলাকার বা ডিম্বাকার শেইপে করতে হবে
৪. ২৫ জুমাদাল উলা ১৪৪১হিজরী মাগরিব পর্যন্ত কাজ পাঠানোর শেষ সময়।
৫. কাজের ভালো রেজুলেশন (জুম করে কলমের স্ট্রোক যাতে বুঝা যায়) ছবি আমার ইনবক্সে পাঠাবেন।
৬. ২৭ জুমাদাল উলা ১৪৪১হিজরী বাদ মাগরিব ফল প্রকাশ করা হবে। সবার ক্যালিগ্রাফির ছবি দেখানো হবে।
৭. ২৮ জুমাদাল উলা ১৪৪১হিজরী পুরস্কার দেয়া হবে।
৮. যোগাযোগ : ০১৮১৯৬৭৬০২৭

 Bangladesh Calligraphy Foundation arrange 2nd Monthly Calligraphy Competition for Bangladeshi Calligrapher and Artists.