Sunday, February 14, 2016

প্রাচ্যকলার প্রদর্শনী ২০১৫



বাংলাদেশ সোসাইটি অব ওরিয়েন্টাল আর্ট গত নবেম্বরের ২৩ থেকে ৩০ তারিখ পর্যন্ত জাতীয় জাদুঘর নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে দলগত প্রদর্শনীর আয়োজন করে। এতে ১০৪ জন শিল্পীর দুইশতাধিক শিল্পকর্ম প্রদর্শিত হয়।

ক্যাটালগে মোহাম্মদ আবদুর রহীম ও তার ক্যালিগ্রাফি



প্রদর্শনীর ক্যাটালগের কভার

খত মো‘য়াল্লা Khatt Moa`alla


Khatt Moa’lla
A practical Handbook of
Moa’lla style
Language Arabic and Bangla

2009, Dhaka
Front Cover

খত মো‘য়াল্লা (Calligraphy Mo`alla)
ক্যালিগ্রাফি ও রচনা- মোহাম্মদ আবদুর রহীম
২০০৯

এটি সম্পূর্ণ হাতে লেখা একটি ক্যালিগ্রাফি বই। আরবি ক্যালিগ্রাফির নব আবিস্কৃত এই লিপিটি ইরানের হামিদ আল আযামী চুড়ান্ত শৈলীতে উন্নীত করেন। ২০০৯ সালে ইরান সফর কালে লেখক মোহাম্মদ আবদুর রহীম একরাতে এ বইটি তৈরি করেন।

হরফ ‘হা’ দুইভাবে দেখানো হয়েছে
মুয়াল্লা ক্যালিগ্রাফি

       
বইটিতে একক হরফ, যুক্ত হরফ এবং বাক্য ও ক্যালিগ্রাফি উপস্থাপন করা হয়েছে।  সবই বাশের কঞ্চি দিয়ে বানানো ক্যালিগ্রাফি কলম দিয়ে লেখা ও অলঙ্করণ করা হয়েছে।

Back Cover
                        

My Kiosk Notes of 100000 taka


I and my son visit Taka Zadughar ( Currency Museum, Dhaka) at Mirpur. There are ancient coin of Bengal Sultans and Mughal ruler and hindus kings coin. We're very happy to see also world countries coin and Notes..There are Commemorative Coins and Notes..We get a Kiosk Notes of 100000 taka.