Friday, May 3, 2013

আন্তর্জাতিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় আবদুর রহীম ও ওসমান হায়াতের পুরস্কার লাভ

Mohammad Abdur Rahim's Calligraphy work






তুরস্কে ওআইসি'র সাংস্কৃতিক বিভাগ রিসার্স সেন্টার ফর ইসলামিক হিস্ট্রি, আর্ট এন্ড কালচার (আইআরসিআইসিএ)-এর নবম আন্তর্জাতিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় প্রথমবারের মত বাংলাদেশ থেকে প্রখ্যাত লিপিশিল্পী মোহাম্মদ আবদুর রহীম ও ওসমান হায়াত, কুফি শৈলিতে পুরস্কার অর্জন করেন। তারা ইনসেন্টিভ এ্যাওয়ার্ড লাভ করেন। এ প্রতিযোগিতায় ৩৯টি দেশের ৬৭২ জন শিল্পীর ৯শ আর্টওয়ার্ক জমা পড়ে। এর মধ্যে ২৩টি দেশের ৭৭ জন লিপিশিল্পী পুরস্কার অর্জন করেন। পুরস্কারপ্রাপ্তদেরকে নগদ অর্থ, সনদ এবং পুরস্কারপ্রাপ্ত আর্টওয়ার্ক সম্বলিত একটি আকর্ষণীয় ক্যাটালগ দেয়া হবে।

Mohammad Abdur Rahim

মোহাম্মদ আবদুর রহীম বাংলাদেশ ক্যালিগ্রাফি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ক্যালিগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাতা সেক্রেটারি। তিনি এক দশকের বেশি সময় ধরে ক্যালিগ্রাফির ট্রেডিশনাল ও পেইন্টিং বিষয়ে শিক্ষকতা করছেন। তিনি ২০০৯ সালে ইরানে বিসমিল্লাহ ক্যালিগ্রাফি লোগো প্রতিযোগিতায় এ্যাওয়ার্ড এবং আইসেসকো ইসলামিক হেরিটেজ ঢাকা-২০১২'র ১ম পুরস্কার অর্জন করেন। তিনি ক্যালিগ্রাফি ফেস্টিভ্যাল ও ওয়ার্কশপে অংশগ্রহনের জন্য ইরান ও আলজেরিয়া সফর করেছেন। ক্যালিগ্রাফির তত্ত্বীয় ও ব্যহারিক বিষয়ে তার লেখা ৬টি বই প্রকাশিত হয়েছে।


Othman Hayat
ওসমান হয়াত বাংলাদেশ ক্যালিগ্রাফি ফাউন্ডেশনের সদস্য ও ট্রেডিশনাল ক্যালিগ্রাফি বিষয়ে ওস্তাদ মোহাম্মদ আবদুর রহীমের কাছে শিক্ষা লাভ ও সনদ পেয়েছেন। তিনি হাফেজে কুরআন। আইসেসকো ইসলামিক হেরিটেজ ঢাকা-২০১২'র জুনিয়র গ্রুপে ৩য় পুরস্কার অর্জন করেন।

তুরস্কের ইস্তাম্বুলে ওআইসি'র সাংস্কৃতিক বিভাগ রিসার্স সেন্টার ফর ইসলামিক হিস্ট্রি, আর্ট এন্ড কালচার (আইআরসিআইসিএ) প্রতি তিন বছর পর পর এ প্রতিযোগিতার আয়োজন করে। এবার নবম প্রতিযোগিতা ওআইসি'র মহাসচিব ইকলেমেদ্দিন ইসানগলু'র নামে অনুষ্ঠিত হয়॥ এই প্রতিযোগিতা ধারাবাহিকভাবে অনুষ্ঠানে ইকলেমেদ্দিনের অসামান্য অবদান রয়েছে। ১৯৮৬ সালে ১ম প্রতিযোগিতা বিখ্যাত লিপিশিল্পী হামিদ আল আমিদী(১৮৯১-১৯৮২) নামে অনুষ্ঠিত হয়। ১৯৮৯ সালে ২য় প্রতিযোগিতা ইয়াকুত আল মুস্তাসিমী(মৃ.১২৯৮) নামে; ১৯৯২ সালে ৩য় প্রতিযোগিতা ইবনে বাওয়াব(মৃ.১০২২) নামে; ১৯৯৭ সালে ৪র্থ প্রতিযোগিতা শেখ হামদুল্লাহ(১৪২৯-১৫২০) নামে; ২০০০ সালে ৫ম প্রতিযোগিতা সাইয়েদ ইবরাহীম(১৮৯৭-১৯৯৪) নামে; ২০০৩ সালে ৬ষ্ঠ প্রতিযোগিতা মীর ইমাদ আল হাসানী(১৫৫৪-১৬১৫) নামে; ২০০৬ সালে ৭ম প্রতিযোগিতা ইরাকী ক্যালিগ্রাফার হাশিম মুহাম্মদ আল বাগদাদী(১৯১৭-১৯৭৩) নামে এবং ২০০৯ সালে ৮ম প্রতিযোগিতা সিরিয়ার ক্যালিগ্রাফার মুহাম্মদ বাদাবী আল দিরানী(১৮৯৪-১৯৬৭) নামে অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

আমিনুল ইসলাম আমিন
সেক্রেটারি
বাংলাদেশ ক্যালিগ্রাফি ফাউন্ডেশন
ঢাকা
৩ মে ২০১৩


Sunday, January 13, 2013

ISESCO First Prize


I take First Prize(Competition of Islamic Cultural Heritage of Dhaka on ISESCO announce Dhaka, The Islamic Cultural Capital, 2012) from Shilpakala Director General Liakot Ali Laki 24 dec. 2012 at Shilpakala auditorium, Dhaka.

Photo taken by Maruf Raihan, My dearest student of BUET(architecture department).


Mohammad Abdur Rahim(left) takes prize money from Shilpakola DG Liakot Ali Laki.(right)

Old Mosque of Dhaka


I like to paint my native tradition, especially, old mosque of Dhaka. Here, I try to express a colorful heritage.. a close view.

Old mosque of Dhaka.

Islamic Cultural Heritage of Bangladesh

Islamic Cultural Heritage of Bangladesh is very rich and wealthy. Especially, in Dhaka, mosque of Sultans and Mughals era are so beautiful on aesthetic architectural view and its elegant ornaments. I try to paint our proud-full heritage in my own way.


This is Khan Mohammad Mirdha's Mosque of Old city of Dhaka. In this mosque is very important for architectural point, here are mixed Sultans and Mughals aesthetic matter both implement in a professional perspective.


Khan Mohammad Mirdha's Mosque of Old city of Dhaka 

Jukhrufa Arabia and Bengal Tughra


Jukhrufa Arabia is important part of Islamic Art. I made new two Jukhrufa.

Sura Fatiha with Jukhrufa


working jukhrufa.


Bengal Tugra and Muhaqqaqe font with Jukhrufa.
Bengal Tughra Calligraphy is world famous calligraphy style. In 1200 to 1500 A.D independent Bengal Sultans are active role to express this calligraphy in the world. Now, I try to revive this heritage of Bengal as well as possible. This is very elegant and imagine calligraphy style. this style established strong Bengal art ability in the world. We proud and influence by Bengal Tughra.   

Jukhrufa Arabia is first time going in Bangladesh. I learn it from Algeria in 2010. I feel this art are very important for our society. I hope, near future Jukhrufa Arabia will most popular in our country.

Illumination work of Mohammad Abdur Rahim


Illumination work of Mohammad Abdur Rahim is dedicated and very nice. He starts first in Bangladesh the Islamic illumination as professional teaching about it.


Mohammad Abdur Rahim is making a Illumination work 2012.



Quran title Page2012


Ayatul Kursi 1999

Sura Ikhlas 2000

Bismillah 1999

Almulk lillah 2011

Alhamdulilallah 2011